কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১২টি বাহিনীর ৯৬ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। উপকূলবর্তী এলাকায় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন তারা।ক
আজ শনিবার (২৩ অক্টোবর) কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জলদস্যুরা দেশীয় তৈরি এক নলা বন্দুক (ছোট ও মাঝারি), অস্ত্র তৈরির যন্ত্র, দেশীয় তৈরি একনলা বন্দুক , দেশীয় তৈরি রাইফেল, গুলি ও কার্তুজ জমা দিয়েছেন। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে আত্মসমর্পণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণকারী ৯৬ জন জলদস্যুকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, কক্সবাজারে সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মহেশখালী উপজেলার কালামারছরা ইউনিয়ন। এলাকায় প্রায়ই খুন, লুটপাট, দস্যুতা, অপহরণসহ বিভিন্ন অপকর্ম ঘটে থাকে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মহেশখালীর এসব দুর্গম এলাকায় অসংখ্যবার অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারাখানা আবিষ্কারসহ জলদস্যুদের গ্রেফতার করা হয়। এবার সন্ত্রাসীরা নিজেরাই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ ধরেছেন।
আনন্দবাজার/ইউএসএস