শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা বারী মাস্টারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

ত্রিশালে বীরমুক্তি যোদ্ধা বারী মাষ্টারের সমাধীতে শ্রদ্ধা নিবেদন

আজ ৯ ডিসেম্বর। ঐতিহাসিক ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টারের নেতৃত্বে পাক হানাদার বাহিনীকে হটিয়ে ত্রিশাল মুক্ত হয়। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের হাত দিয়ে ৭১ সালে ত্রিশালে স্বাধীন বাংলার বিজয়ের প্রথম পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম প্রহরে জাতির এ বীর সন্তানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সাবেক কমান্ডার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল হক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার, ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার, আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, ইউপি সদস্য আলী হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান, মাজহারুল ইসলাম বাবুল, সহকারী শিক্ষক আরিফুল হক এরশাদ, যুবলীগের সভাপতি কায়কোবাদ আকন্দ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু আগামী প্রজন্মের অনুপ্রেরণার উৎস : ইউনেস্কো

সংবাদটি শেয়ার করুন