একনেক সভায় ৭ হাজার ৭ শ ৪৮ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একই সাথে দেশের ৫টি মেডিক্যাল কলেজে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন করতে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার, একনেক সভায় এইসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজ প্রকল্পগুলোর মধ্যে মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ১৫৩ কোটি ৮১ লাখ টাকা। করোনার নতুন ধরন ওমিক্রন উদ্বেগ তৈরি করেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
এছাড়া কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা এবং ফরিদপুর বিভাগের নাম হবে পদ্মা একনেক সভায় এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনন্দবাজার/শহক