ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে ঢাকায় আসছেন তিনি।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার বিজয় দিবসকে সামনে রেখে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের পররাষ্ট্রসচিবের এ সফরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে আগামী দিনগুলোতে দুই দেশের চলমান সম্পর্কসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে এ সুযোগে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরারও সুযোগ থাকছে।

সূত্র জানিয়েছে, গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকে ভারতের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রসচিবের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস পালন নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তিনদিনের সফরে ঢাকায় আসছেন। সফরে তিনি ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন