ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষীপুর কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ৫ আসামি

লক্ষীপুর কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পাঁচ আসামি

লক্ষীপুর জেলা কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলার পাঁচ আসামি। গতকাল বৃহস্পতিবার সকালে জালিস মাহমুদ নামে একজন কারাগারে বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন। বাকি ৪ পরীক্ষার্থী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবেন।

জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওয়ের ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, নির্বাচন উপলক্ষে গত ২৭ নভেম্বর রাতে র‌্যাব-পুলিশ মধ্যভাদুর গ্রামের যুগিবাড়িতে অভিযান চালায়। এ সময় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জিবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে বিভিন্ন অস্ত্রসহ আটক করা হয়।

লক্ষীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি ৫ জন পরীক্ষার্থীই। এরমধ্যে একজন বৃহস্পতিবার সকালে পরীক্ষায় বসেছে। জেল কোড মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন