দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮০ জনে। এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২৭ জন। এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৭৬ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৮০ জন। এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন করোনা থেকে সুস্থ হয়েছে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪৬টি ল্যাবে ১৬ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ১০০টি। করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুজন। এ নিয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯০৫ জন এবং নারী মারা গেছে ১০ হাজার ৭৫ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। দুজনই ঢাকা বিভাগের এবং সরকারি হাসপাতালে মারা গেছে।
আনন্দবাজার/ টি এস পি