১২ হাজার ৪‘শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এর আগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর, আখচাষী নেতা আনছার আলী দুলাল, সুকুমার সরকারসহ আরো অনেকে।
মিল সূত্রে জানা যায়, ২০২১-২০২২ আখমাড়াই মৌসুমে ৬৮ কার্যদিবসে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ১২ হাজার ৪‘শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ।
আনন্দবাজার/এম.আর