একদিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রামে ৪ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ভলকানো ডিসকভারি সূত্র অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গতকাল শুক্রবার ভোরে মায়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের চিন রাজ্যের হাখারের কাছে।
আনন্দবাজার/ টি এস পি