সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর হবে মধুময়

দিনাজপুর হবে মধুময়

দিনাজপুর জেলাকে মধুময় জেলা ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণের আওতায় এনে মৌখামার স্থাপনে সহযোগিতা করছে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন।

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খামার স্থাপনে আগ্রহী পাঁচ তরুণকে মৌবক্স উপহার প্রদান করা হয়। মৌচাষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ এ বক্স বিতরণ করেন। এতে সহায়তায় করেন যুব সংগঠন আলোর পথে জাগো যুব দিনাজপুর।

এ সময় মর্তুজা আল-মুঈদ বলেন, তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করবে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন। এ কাজ শুধু এ ক্ষুদে তরুণ পরিশ্রমী উদ্যোক্তাদের না, আমরা যে যেখানে আছি তার নিজ নিজ স্থানে থেকে তাদের উৎসাহ প্রদানের জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করতে হবে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

সংবাদটি শেয়ার করুন