ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা

মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর হজে যেতে পারেনি বাংলাদেশের মুসলমানরা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই পরিস্থিতির অবসান হতে চলেছে। সার্বিক পরিস্থিতি অনুকূলে আসার প্রেক্ষাপটে আগামী বছর পবিত্র হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

চলতি বছরের ৯ আগস্ট থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মুসলমানরা পবিত্র ওমরাহ পালন করছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, পূর্বের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন