আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়নের পরিকল্পন রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
রোববার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে পরিকল্পনা মন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বে রোববার প্রশ্ন উত্তর পর্ব উপস্থাপিত হয়।
এ সময় এম এ মান্নান বলেন, দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পন রয়েছে।
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের উত্তরে পরিকল্পন মন্ত্রী বলেন, সর্বশেষ তাঁতশুমারি (২০১৮) অনুযায়ী বর্তমানে তাঁতশিল্পের সংখ্যা এক লাখ ১৬ হাজার ১১৭টি। তাঁতীর সংখ্যা তিন লাখ ১৬ হাজার ৩১৫ জন।
আনন্দবাজার/এম.আর