ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইজারের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ আসছে 

বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে এক বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে কোভিড-১৯ ও পরবর্তী করণীয় বিষয়ক পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে। ব্লিনকেনের সভাপতিত্বে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পাশাপাশি আরও ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ, ৩য় দফায় ২৫ লাখ ডোজ এবং চতুর্থ দফায় ২৫ লাখ ডোজ টিকা দেশে আসে।

আনন্দবাজার/এজে 

সংবাদটি শেয়ার করুন