ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটগ্রহণ শেষ, সংঘাতে নিহত ৬ 

সহিংসতা ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা।

প্রায় দেড় কোটি ভোটারের এই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ভোটকেন্দ্র দখলসহ উঠেছে নানা অনিয়মের অভিযোগ। ইউপি নির্বাচন নিয়ে কিছু দিন ধরেই সংঘাতের বিস্তার ঘটছিল; এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর হওয়ার বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়নি।

ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট স্থগিতের খবর পাওয়া গেছে। তবে সার্বিক তথ্য এলে এমন কেন্দ্রের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

আনন্দবাজার/এজে 

সংবাদটি শেয়ার করুন