বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্বনেতৃবৃন্দের কাছে যে দাবি বাংলাদেশ জানিয়ে আসছে, তাতে জোরালোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স।
গতকাল বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সব জায়গাতেই আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে। তখন এ ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
রোহিঙ্গা সংকট নিয়ে ইদানিং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের ‘পরিবর্তন’ আসার কথা বৈঠকে তুলে ধরার কথা জানিয়ে একে আব্দুল মোমেন বলেন, আমরা বললাম যে ইদানিং একটা পরিবর্তন এসেছে। আসিয়ান বলেছে তোমরা দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান কর। আমরা (ফ্রান্সকে) বললাম আপনারা এটা নিরাপত্তা পরিষদে নিয়ে আসেন। তারা বলেছে এইটা তারা দেখভাল করবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করছে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমোন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাসহ ঊর্ধতন কর্মকর্তারা।
আনন্দবাজার/ টি এস পি