আজ ১৮ নভেম্বর সোমবার দুপুর সোয়া এক টার দিকে রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে লাইনে দাঁড়িয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের মিস ফায়ারে নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত পথচারী চন্দ্রকান্ত সিংহের বাম হাতে গুলি লাগে এবং তৎপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত নারীর পরিচয় এখনও জানা যায়নি।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, সোমবার সকাল ১০টা থেকে টিসিবির উদ্যোগে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ পাঁচজন করে ক্রেতাকে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশের সুযোগ দেয় কিন্তু পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু করে দেয় ক্রেতারা। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।
অন্যদিকে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার ১৮/১১/১৯ তারিখ সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম, কিন ব্রিজের মোড়, মার্কাজ পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করে টিসিবি।
আনন্দবাজার/একে