ঢাকা | বুধবার
৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা টিকা দেবে ফ্রান্স

বাংলাদেশকে অনুদান হিসেবে ২০ লাখ ডোজ করোনা টিকা দেবে ফ্রান্স সরকার। আজ বুধবার গণমাধ্যমকে মোবাইল ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি জানান, ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে বর্তমানে প্যারিস সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন