ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরব ও পোল্যান্ডের কাছ থেকে দেশে আসছে ৪৮ লাখ টিকা

সৌদি আরব ও পোল্যান্ডের কাছ থেকে উপহার হিসাবে প্রায় ৪৮ লাখ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুটি দেশ থেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড টিকা আসছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই-তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।

আরও পড়ুন:নাব্য সংকটে মোংলা বন্দরে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ

পোল্যান্ড থেকে ৩৩ লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এই টিকা পাঠাচ্ছে দেশটি।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন পোল্যান্ডের রাষ্ট্রদূত।

বাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন