ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন, একই পরিবারে ৬ জন দগ্ধ

চট্টগ্রামে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন, একই পরিবারে ৬ জন দগ্ধ

চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার একটি ভবনে গ্যাস লাইনের লিকেজে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গেল রাত সাড়ে ১০টার দিকে মরিয়ম ভবনের ষষ্ঠতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে ওই বাসার সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের ৮০ শতাংশ পুড়ে গেছে। এর আগে, গত বছরের ৮ই নভেম্বর ওই বাসায় গ্যাস লাইনের লিকেজ হয়ে অন্য একটি পরিবারের ৯ জন দগ্ধ হয়। এদেরমধ্যে মৃত্যু হয় ৩ জনের।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন