শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রসহ চার দেশের ভারত মহাসাগরে নৌমহড়া

ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনী। নৌ অংশীদারত্ব অনুশীলনের (এমপিএক্স) অংশ হিসেবে রোববার এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রসহ চার দেশের নৌমহড়া

এ সময়ে দক্ষিণাঞ্চলীয় বহুজাতিক অভিযান পরিচালনায় তারা অত্যাধুনিক প্রশিক্ষণও গ্রহণ করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রশান্তমহাসাগরীয় বহর নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য দিয়েছে।

এর আগে বঙ্গোপসাগরে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নৌমহড়া মহড়া মালাবার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গেল ১১ চার দেশের এই মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার।

চলতি বছরের মহড়ার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে বিভিন্ন অত্যাধুনিক কৌশলসহ চার দেশের নৌবাহিনীর মধ্যকার আন্তঃসহযোগিতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও রয়েছে।

প্রথম পর্যায়ের মালাবার নৌমহড়া শুরু হয়েছিল গেল আগস্টে। এতে বিভিন্ন নৌ অভিযান, ডুবোজাহাজ-বিধ্বংসী অভিযানসহ বিভিন্ন হামলার অনুশীলন করা হয়েছে।

মহড়ার বর্তমান পর্যায়টি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গোপসাগরে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা ও প্রশিক্ষণে আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মহড়ায়।

মার্কিন ক্যারিয়ার স্টাইক গ্রুপ ওয়ানের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ড্যান মার্টিন বলেন, মালাবার ২০২১ মহড়ায় আমাদের বাহিনীগুলোর সক্ষমতা বাড়বে। বিশ্বজুড়ে সবার জন্য অপ্রতিদ্বন্দ্বী নৌ নিরাপত্তা অর্জনের পারস্পরিক আকাঙ্ক্ষা থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রয়েল অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকার নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন অভিযান পরিচালনা করবে।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতার মনোভাব থেকে তারা মহড়ায় অংশ নিয়েছেন। কুয়োড দেশগুলোর মধ্যে সমন্বিত নৌ সহযোগিতা ত্বরান্বিত করতে এই মহড়া বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিরল প্রজাতির ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

সংবাদটি শেয়ার করুন