ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে বনানীর আগুন

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডের ৭৯ নম্বর সাততলা ভবনে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। তার জন্য এখন রেসকিউ অভিযান পরিচালিত হচ্ছে। ভেতরে প্রচণ্ড তাপ এবং ধোঁয়া থাকায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। এছাড়া বাতাস থাকায় ধোঁয়া দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ভেতরে সলিউশন কাট ও পিতল রয়েছে। এছাড়াও রয়েছে অনেক দাহ্য পদার্থ। যার কারণে হিট হয়ে আছে এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন