মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকদলের (একাংশ)’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
বৃহস্পতিবার (১৯আগস্ট) সকালে পাতারহাট বন্দরের মিডটাউন চাইনিজে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও কেক কাটা অনুষ্টানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশী ফকরুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সভাপতি জামাল হোসেন নলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীম হায়দার, যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান প্রিন্স, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল পালোয়ান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজুল ইসলাম খোকা, ইউনুস জুবায়ের, কামরুল ইসলাম, নুরে আলম বাবু, হুমায়ুন কবির, রায়হান চৌধুরী, সাইফুল ইসলাম, রায়হান শিকদার প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখাকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কেটে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।
আনন্দবাজার/শহক