ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রলারডুবিতে চিকিৎসকসহ ২ জনের মৃত্যু

গাজীপুরের ট্রলারডুবিতে চিকিৎসকসহ ২ জনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাবো এলাকায় খিরু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় দীর্ঘ ১৮ ঘন্টা পর আজ দুপুরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত রায় এর মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের এর ডুবুরিরা। এর আগে এ ঘটনায় তানভীর হোসেন (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভালুকাগামী যাত্রীবাহী ট্রলারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ট্রলারটি ২৫ জন যাত্রী নিয়ে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা পিকনিক শেষে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন। সেসময় ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই জন নিখোঁজ ছিলেন।

পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। রাত ১২টার দিকে তানভীরের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। রাতে ১টার দিকে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করলেও বুধবার সকাল থেকেই নিখোঁজের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারীকারী। পরে দুপুর দেড়টার দিকে দীর্ঘ ১৮ ঘন্টা পর নদীর তলদেশে থেকে নিখোঁজ চিকিৎসক ডা. অমিত রায় এর মৃত দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের এর ডুবুরিরা।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলাম  বলেন, ‘খবর পেয়ে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং ডুবুরিরা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে তানভীর নামে একজনের মরদেহ উদ্ধার করে। রাত পৌনে ১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হলেও সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়ে। দুপুর দেড়টার দিকে আমরা নদীর তলদেশে থেকে চিকিৎসক ডা. অমিত রায় এর মৃত দেহ উদ্ধার করি।

এ ব্যাপারে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লোকজনকে উদ্ধার করা হয়। দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, একজন চিকিৎসক নিখোঁজ হওয়ার তথ্য তাদের জানানো হয়েছে। নৌকা দিয়ে পিকনিকে যাওয়ার বিষয় জানানো হয়নি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন