নির্মাণাধীন পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও একটি ফেরি ধাক্কা মেরেছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কাকলি ধাক্কা পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কায় দেয়। তবে, সেতুর পিলারে এবার ফেরির ধাক্কায় কেউ আহত হয়নি।
গেল ৯ আগস্ট সন্ধ্যায় পদ্মা সেতুর ওই পিলারেই ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সেদিন ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছিল। এছাড়া দুর্ঘটনায় ফেরিতে থাকা বেশ কয়েকটি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এর ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা ও ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিএ।
এর আগে, গেল ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে শাহজালাল নামের একটি রো রো ফেরি ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিএ।
২১ দিনের মধ্যে পদ্মাসেতুর পিলারে তিনবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলো। এরমধ্যে ১০ নম্বর পিলারের সঙ্গেই দু’বার ফেরির সংঘর্ষের ঘটনা ঘটলো।
আনন্দবাজার/শহক