করোনা থেকে বাঁচতে চলছে গণটিকা কার্যক্রম। কেন্দ্রগুলোতে প্রতিদিন সীমিত সংখ্যক টিকা দেয়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সকাল থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হলেও মধ্যরাত থেকেই কেন্দ্রের সামনে দীর্ঘলাইন। রাতভর অপেক্ষার পরও শঙ্কায়; আদৌ টিকা পাবেন কিনা।
রাজধানীর মিরপুর এগারোর জান্নাত একাডেমি হাইস্কুলের সামনে সোমাবার রাত দেড়টার চিত্র এটি। সকাল থেকে টিকা দেয়া শুরু হলেও গভীর রাত থেকেই এই লাইন। সিরিয়াল ঠিক রাখতে নিজেরাই টোকেন তৈরি করে নিজেদের মধ্যে বিলি করছেন তারা।
টিকা নিতে লাইন ধরা এসব মানুষের অধিকাংশই নিম্নবিত্ত। টিকা না নেয়ায় কেউ কেউ এরই মধ্যে খুইয়েছেন চাকরি আর কেউ কেউ কাজ হারানোর শঙ্কায়।
প্রায় এক মাস আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেও এখনও মেলেনি এসএমএস। এমন অনেকেও এসেছেন টিকা নিতে।
রাজধানীর অন্য টিকাদান কেন্দ্রগুলোরও চিত্রও একই। কোথাও কোথাও রয়েছে অনিয়মের অভিযোগ। প্রতিদিন সীমিত সংখ্যক মানুষকে টিকা দেয়ায় কয়েকবার কেন্দ্রে গিয়েও টিকা ছাড়াই ফিরতে হয়েছে অনেককে।
গণটিকা কার্যক্রম সফল করতে টিকার যোগান বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
আনন্দবাজার/শহক