অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নেবার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তেজগাঁও সড়ক ভবনের এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়, তেজগাঁও সড়ক ভবনে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টিকা গ্রহণ কর্মসুচিতে সাধারণ মানুষের আগ্রহ ইতিবাচক। টিকা সরবরাহ অব্যাহত রাখতে সরকার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার আবার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে। অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি জেলা প্রশাসন বাস্তবায়ন করবে বলে জানান ওবায়দুল কাদের।
আনন্দবাজার/শহক