ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খাল উদ্ধারের আবেদনই কাল হল আমার বাবার’

'খাল উদ্ধারের আবেদনই কাল হল আমার বাবার'

ময়মনসিংহের ভালুকায় পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে শিল্পপতি আব্দুর রাজ্জাকের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে তৌফিকুর রাজ্জাক।

রোববার (০৮ আগস্ট) সকালে উপজেলার কাঠালিস্থ আর্টি কম্পোজিটের হল রুমে লিখিত বক্তব্যে তিনি বলেন, ধোপাজান খালটি উদ্ধারের আবেদন করাটাই আমার বাবার জন্য ‘কাল’ হলো। খালটি জসিম পাঠান অবৈধভাবে দখল করে ফেলায় উজানের পানিসহ আমাদের মিলের বর্জ্য ও পানি নিষ্কাশনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। আমার বাবা সরকারি ধোপাজান খালটি ও আমাদের কেনা জমির অবৈধ দখল ছেড়ে দিতে বলায় জসিম পাঠানের সাথে বাবার বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মজিব হোসেন ও বিল্লাল হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে খালটি চিহ্নিত করে লিখিত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ্য করা হয় সরকারি ধোপাজান খালটি জসিম পাঠান অবৈধভাবে দখল করে আছেন।

ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতের আদেশ প্রাপ্ত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন তাঁর লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন সরকারি ধোপাজান খাল ও ২৬৮ নং দাগের কিছু জমি জসিম পাঠানের দখলে থাকায় খালটি তার গতিপথ পরিবর্তন করে ২৬৮ নং দাগে প্রবাহিত হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই স্থানীয় জসিম পাঠান ও তার সহযোগীরা আর্টি ডাইং মিলের এমডি আব্দুর রাজ্জাকের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার মামলায় পুুলিশ ও র‌্যাবের অভিযানে ৭ জন আসামি গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন