অক্সিজেনবাহী বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে ভারত থেকে ১৯০ টন তরল মেডিক্যাল অক্সিজেন সিরাজগঞ্জ এসে পৌঁছেছে। এটি ভারত থেকে আনা অক্সিজেন এর ৬ষ্ঠ চালান।
ভারতের ঝারখন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থল বন্দর হয়ে রবিবার (৮ আগস্ট) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছে করোনা মোকাবিলায় ভারত থেকে আসা ১৯০ টন তরল মেডিক্যাল অক্সিজেনবাহী বিশেষ এই ট্রেনটি।
ট্রেনটিতে ১০টি কনটেইনারে থাকা তরল মেডিক্যাল অক্সিজেন স্টেশনে পৌছানোর পর সকাল ৯টা থেকে শুরু হয় খালাশ কার্যক্রম। ট্রেনের ট্যাংকার থেকে রোড ট্যাংকারে স্থানান্তর করে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।
এর আগে, গত ২৫ জুলাই পরিক্ষামূলকভাবে ১ম পর্যায়ে রেলপথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর ২৮ জুলাই বাংলাদেশে এসে পৌঁছায় অক্সিজেন এর ২য় চালান। ৩১ জুলাই আসে ৩য় চালান, ৬ আগস্ট ৪র্থ ও ৮ আগস্ট ৫ম চালানে এখন পর্যন্ত মোট ১ হাজার ১৯০ টন ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে আনা হলো।
আনন্দবাজার/শহক