করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহসহ ১০ জেলায় আরো ১১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৫৮ জন, আর উপসর্গে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১৮ জনের ৩ জন করোনা পজেটিভ আর ১৫ জন মারা গেছে উপসর্গে। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ জন। সেখানে নতুন আক্রান্ত ৭৮৩ জন। ময়মনসিংহে মারা গেছে ১৪ জন। যশোরে মৃত্যু হয়েছে আরো ১২ জনের। চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে করোনায় ৬ এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে করোনা ওয়ার্ডে একজন করোনায় এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
গতকালও করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহসহ ১৭ জেলায় ১৬৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে শুধু করোনায় মারা গেছে ৯৭ জন, আর উপসর্গে মৃত্যু হয় ৭২ জনের।
এর মধ্যে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন।
মৃত্যুর এই মিছিল এখানেই শেষ নয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের সনু বিশ্বাস মারা যান গত ২৮ জুন রাতে। এর পাঁচদিন পর ৩ জুলাই একই উপসর্গ নিয়ে মারা যান তার ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম এবং মেয়ে রাবেয়া। পরদিন ৪ জুলাই মারা যান সনুর আরেক ভাই আব্দার হোসেন।
আনন্দবাজার/শহক