ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় কঠোর অবস্থানে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি নিষেধের সপ্তম দিন বুধবারও (৭জুলাই) ময়মনসিংহের ভালুকা উপজেলায় কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থানে তাদের টহল দিতে দেখা যায়। এছাড়া ভালুকার সড়কগুলোতে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি।  এ সময় অপ্রয়োজনে বাইরে আসা ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়,  সকাল থেকে সেনাবাহিনী, পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকায় টহল বৃদ্ধি করে। সেনাবাহিনীর ভালুকা উপজেলার দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা এবং ভরাডোবা হাইওয়ে পুলিশের সদস্যরা ভালুকা পৌর এলাকায় টহল দিতে দেখা যায়।

এদিকে স্বাস্থ্য বিধি মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান নির্দিষ্ট পর্যন্ত খোলা ছিল। সব ধরনের শপিংমল, দোকান ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রাক, অটো রিকসা, পিকআপ চলাচল করতে দেখা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন  বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য সব সময় তৎপর রয়েছি আমরা। যদি কোন ব্যক্তি বাহিরে বের হওয়ার সুনির্দিষ্ট কারন দেখাতে না পারেন তাদের কে অর্থ দন্ড করা হচ্ছে ।

আনন্দবাজার/শহক/ আহোত

সংবাদটি শেয়ার করুন