ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৪ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৪ জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খুলনা বিভাগেই একদিনে সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৩, কুষ্টিয়ায় ১৭, মেহেরপুরে ৫, যশোরে ৬, ঝিনাইদহে ৫, মাগুরা, বাগেরহাট ও চুয়াডাঙায় ৫ জন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।

এদিকে, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুরের ৪ জন, ঠাকুরগাওয়ের তিনজন, লালমনিরহাটের দুইজন এবং নীলফামারি, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে ১ জন করে মারা গেছেন।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুইজন।

এছাড়া, চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল ও শেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন