গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ইতিমদ্ধে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, টেক্সটাইল মিলটি অনেকদিন বন্ধ ছিল। তবে ছয় মাস আগে টেক্সটাইল মিলটি চালু করার জন্য চায়নার একটি কোম্পানির কাছে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ১৬/১১/১৯ (শনিবার) সকাল সাড়ে ৬টার দিকে তারা কর্মস্থলে আসার পর হঠাৎ দেখেন বৈদ্যুতিক তারে বিকট শব্দ হয়ে আগুন জ্বলে উঠল ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, খবর পাওয়ার অল্প কিছুক্ষনের মদ্ধেই ৩টি ইউনিটের ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজে নেমে পরেন। প্রায় দুই ঘণ্টা প্রানপন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারনা স্থানীয় লোকজনদের।
আনন্দবাজার/একে