ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অফিস খোলা, বন্ধ গণপরিবহণ, ভোগান্তিতে মানুষ

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধের দ্বিতীয় দিনেও সরকারি-বেসরকারি অফিস খোলা। তবে গণপরিবহণ বন্ধ রাখায় সকাল থেকে চরম ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবীরা।

রিকশা চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও, দ্বিগুণ ভাড়া হাকছেন চালকেরা। তবে ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো বাধা নেই। রাজধানীতে কেউ বের হয়েছেন অফিসের উদ্দেশে, কেউবা ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে। বের হয়েই ভোগান্তির মুখে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন যানবাহন পাচ্ছেন না মানুষ। রাস্তায় যে কোনো গাড়ি দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন তারা।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন চেক করছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সোমবার থেকে গণপরিবহণ, বিপণিবিতান ও বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়ে বিধিনিষেধ জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন