ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন থেকে উপহার হিসেবে আসবে আরও ৬ লাখ ডোজ টিকা

চীনা সরকার বাংলাদেশে সরবরাহের জন্য সিনোফার্মের আরও ৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা প্রস্তুত করে রেখেছে। চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর এবং ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৩ জুন উপহারের এ টিকার চালান ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি চীনা সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১২ মে বাংলাদেশকে চীন সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

গত ২৫ মে, পরীক্ষামূলকভাবে চারটি মেডিকেল কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থীকে এই টিকা দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫০ জনের অধিক চীনা নাগরিককে সিনোফার্মের কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।

এছাড়া গত মাসে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ঢাকা ইতিমধ্যে জুন, জুলাই এবং আগস্টের জন্য সিনোফার্মের টিকার ডোজের অর্ডার সম্পন্ন করেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন