ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে বিভিন্ন ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার আড়বাব, ওয়ালিয়া ও এবি ইউনিয়ন পরিষদে ২০২১-২২ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে পৃথক পৃথক ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত তিনটি ইউনিয়নে বাজেট সভায় যথাক্রমে চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনিসুর রহমান ও আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ। উক্ত বাজেট সভায় ২০২১-২২ অর্থ বছরে আড়বাব ইউনিয়ন পরিষদে মোট ১৮৯১৯৯৭০ টাকা আয় ও ১৮৩৩৯৯৭ টাকা ব্যয়, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদে মোট ২,০৪,৯৬,৮৭২ টাকা আয়, ২,০১,৬৯,৮৭২ টাকা ব্যয় এবং এবি ইউনিয়ন পরিষদে ১,৭১,২৭,৯৭৩ টাকা আয়, ১,৭০,৭৪,২৮২ টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করা হয়।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন