রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ নাগরিকের আইনি নোটিশের রায়ে জয় পেল আদম তমিজি হক

ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের পাঠানো আইনি নোটিশে জয় পেয়েছে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হক। সম্প্রতি দুবাইয়ের এক আদালতের রায়ে এই জয় পান তিনি। এ বছরের ২৮ জানুয়ারি দুবাইয়ে বাড়ি কেনার জেরে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠায় ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যান। সেই আইনি নোটিশ পেয়ে দুবাইয়ে একটি মামলা দায়ের করে আদম তমিজি হক। সেই মামলায় নিজের পক্ষে রায় পান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়ার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দুবাই আদালত ১ লক্ষ ৪০ হাজার দিরাম আদম তমিজি হককে ফেরত দিতে বলেছে । পরবর্তীতে কারো বিরুদ্ধে যাতে এই ধরণের মিথ্যা অভিযোগ না আনা হয় সেই বিষয়েও ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে সর্তক করেছে আদালত।

আদালতের রায়ের পর ২৫ মে (মঙ্গলবার) হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হকের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে একটি আইনি নোটিশ পাঠায়।

আইনি নোটিশে বলা হয়, হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনায় সুনামক্ষুন্ন করে দেশের বিভিন্ন অনলাইন কিংবা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যার কারণে আদম তমিজি হকের আত্মসম্মানে ব্যাপক ক্ষতি হয়েছে । যার ফলে ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানকে মামলা জয়ের এই তথ্যটি কমপক্ষে দুটি অনলাইন কিংবা পত্রিকায় সংবাদ প্রকাশসহ আদম তমিজি হকের কাছে দুঃখ প্রকাশ করতে বলা হয়েছে। যদি এটি না করা হয় তাহলে জেরেমি উইলিম্যানের বিরুদ্ধে দুবাই ও বাংলাদেশের আদালতে মানহানিকর মামলা করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

দুবাইয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনতে আদম তমিজি হক ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের সঙ্গে ২০১৯ সালের ২৮ আগস্ট চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতেই এই জয় পান আদম তমিজি হক।

এর আগে ব্রিটিশ নাগরিকের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব একটি বিলাসবহুল বাড়ি কেনার জের ধরে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠানো হয়।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন