ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে এদিন বিকেলে পৌর শহরের নেপচুন বিদ্যালয়ে ষড়জ শিল্পি গোষ্ঠি এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রভাষক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মহাদেব বসাক, হরিপুর মুসলিমউদ্দিন কলেজের অধ্যাপক ফেরদৌস বাহার চৌধুরী, গাজীরহাট ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক বিল্লাল হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, গোষ্ঠির সাধারণ সম্পাদক আজিজুল হক, শিক্ষক অমল রায়, তৌহিদুল ইসলাম ও মাজহারুল ইসলাম বকুল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, মনসুরা বেগম কাজল, শাহিনা আকতার, পূর্বাশা মজুমদার ও মোজাফফর হোসেন। তবলাবাদনে ছিলেন, পল্লব মহন্ত। কবিতা আবৃত্তি করেন, ফেরদৌস বাহার চৌধুরী, আফরা আনজুম আভা, প্রভাষক মনিরুজ্জামান মনি। সঞ্চালনা করেন গোষ্ঠির প্রচার সম্পাদক আশরাফ আলী।
আনন্দবাজার/শাহী/কবির