চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। শনিবার (১৭ এপ্রিল) সকালে কর্তৃপক্ষের সঙ্গে বেতন ভাতা নিয়ে দাবি-দাওয়ার জেরে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও রায়হান (২৫)।
বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। এরই জের ধরে সকাল সাড়ে আটটার দিকে, গন্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল নেয়ার পথে মারা যান আরো একজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি, বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকরা বেতন ভাতা নিয়ে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের জের ধরে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সংঘর্ষে স্থানীয় গ্রামবাসীরাও অংশ নিয়েছেন। নিহতরা শ্রমিক নাকি গ্রামবাসী, তা নিশ্চিত হওয়া যায়নি।’
এর আগে, ২০১৬ সালের এপ্রিলে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত হন।
আনন্দবাজার/শহক