বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন তাদের ভিসাকেন্দ্রগুলোতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। গতকাল বুধবার হাইকমিশন ঘোষণা দেয়, ১৪ই এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের কারণে ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। খবর ডিডি নিউজের।
এর আগে গত বছরের মার্চে বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের পর ছয় মাসেরও বেশি সময়ব্যাপী ভারতীয় ভিসা প্রদান বন্ধ ছিল। অক্টোবরে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো থেকে ‘ট্যুরিস্ট ভিসা’ ব্যতীত বাকি সব শ্রেণীর ভিসাই দেয়া হয় তখন।
২০১৯ সালে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ১৬ লক্ষের বেশি ভিসা ইস্যু করে। ভারতে সর্বাধিক সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশ থেকেই যায়।
আনন্দবাজার/শহক