ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে যান চলাচল বেড়েছে

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর সড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে। একই সাথে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও।

প্রথম দিন পহেলা বৈশাখ হওয়ায় সরকারি ছুটি ছিল, মানুষও রাস্তায় বের হয়েছেন কম। সেদিন রাজপথে বেশ কড়াকড়ি চোখে পড়লেও সে তুলনায় দ্বিতীয় দিন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টে খুব একটা কড়াকড়ি দেখা যায়নি।  তবে কোথাও কোথাও গাড়ি থামিয়ে ‘মুভমেন্ট পাস’ আছে কিনা চেক করছে পুলিশ।

বৃহস্পতিবার ব্যাংক, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খোলা। ফলে গণপরিবহন না থাকলে সকাল থেকে রাস্তায় জনসমাগম বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন গাড়ির চলাচলও বেড়েছে।

সকাল সাতটার আগে থেকে শহরের বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের দলে দলে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে। তারা কারখানার কাছাকাছি থাকায় পরিবহনের দরকার পড়েনি। তবে অন্যান্য চাকরিজীবীদের অনেকে রাস্তায় নেমেছেন।

পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বলা হয়েছে , বুধবার থেকে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হবে না। বুধবার ‘মুভমেন্ট পাস’ নিয়ে কড়াকড়ি অবস্থানে ছিল আইনশৃঙ্খলাবাহিনী।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন