ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ কৃষকের ২৫ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন, উপজেলার খোর্দ্দ রায়গ্রাম এলাকার রতন সেন, পীযুষ সেন, সুধীর সেন, রবীন সেন, অনুপ সেন, আনন্দ সেন, কৃষ্ণ সেন, বাবলু সেন, রতন দত্ত, তাপস সেন, চঞ্চল সেন, বেজহরী ভাস্কর, রামপদ সেন, অসোক দে, হারান সেন ও অমল সেনের জমির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে দুলাল মুন্দিয়া গ্রামের মাঠে হঠাৎ পানের বরজে আগুন দেখতে পেয়ে মানুষজন চিৎকার শুরু করে। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে ১৬ কৃষকের প্রায় ২৫ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে পানের বরজে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এ সময় প্রায় ২৫ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত তা তিনি বলতে পারেননি।
আনন্দবাজার/শহক