দেশজুড়ে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন চলাকালীন সময় সব অফিস-গণপরিবহন ও শপিং মল বন্ধ থাকবে। আজ প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
আরও বলা হয়েছে, শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা ঘাবে।
এছাড়া কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
তবে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সাপেক্ষে খোলা থাকে শিল্প কারখানা।
বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় আগামী বুধবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার।
আনন্দবাজার/শহক