ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় ‘কালের কণ্ঠ’ শুভসংঘের মাস্ক বিতরণ

‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখা কালের কণ্ঠ শাখা শুভসংঘের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রীর মধ্যে অন্যতম সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) কাপাসিয়া উপজেলার চর খিরাটী ও কামারগাঁও বাজার অটো ও সিএনজি স্ট্যান্ডে ড্রাইভার ও বাজারের স্থানীয় দোকানদারদের মধ্যে এবং সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের মধ্যে প্রায় ৩ শতাধিক জনের মধ্যে মাস্ক বিতরণ করেন শুভসংঘের সদস্যরা। এদিকে চর খিরাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া ইউনিয়ন শাখা কালের কণ্ঠ শুভসংঘের আহব্বায়ক মোঃ আশিকুল ইসলাম আশিকের পরিচালনায় মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠ ঘাগটিয়া ইউনিয়ন শাখা শুভসংঘের মাস্ক বিতরণ কর্মসূচীর বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, শুভসংঘের এই মহতি কার্যক্রমকে আমরা স্বাগত ও সাধুবাদ জানাই। তাদের যেকোন কার্যক্রমে তাদের পাশে থেকে আমি সর্বান্তক সহযোগিতা করবো।

এছাড়া মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ, মোঃ মোছলেহ উদ্দিন, সাংবাদিক আবুল হোসেন সবুজ, মোঃ আবুল কালাম, সৈয়দ আল মাসুদ, সৈয়দ মোঃ নাসির উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন শুভসংঘের আহব্বায়ক সাব্বির আহমেদ, আহব্বায়ক মোঃ দিদার হোসেন।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন