ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল শেখ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল শেখ(৭৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন।

বুধবার সকাল ১০ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার কাচনা গ্রামে তাঁর পিতার নাম মৃতঃ জলিল শেখ। বুধবার আসরবাদ তাঁর জানাযা কাচনা দক্ষিণপাড়া সাইক্লোন সেল্টার মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুইপুত্র ও দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল শেখ’র জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা কুষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, চুনখোলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির ইকরাম হোসেন, উপ-পুলিশ পরিদর্শক মামুন, ইউপি সদস্য রিগান শেখ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল শেখ এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম,পি ও উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন