ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় চানারুঘাট পৌর ছাত্রলীগ সভাপতি নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মোটরবাইক সড়ক দূর্ঘটনায় ব্যারিস্টার সাইদুল হক সুমন এর ফুফাতো ভাই চুনারুঘাট পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি আমির খাঁন সিপন (২৫) নিহত হয়েছেন।

৭ মে ( বুধবার ) মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক তেলিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়।

নিহত আমির খাঁন সিপন (২৫) চুনারুঘাট নতুন বাজার এলাকার আবু মিয়ার পুত্র, ও আহত চাঁন মিয়া একই এলাকার জলিল মিয়ার পুত্র

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, নিহত পৌর ছাত্রলীগ সভাপতি মোটরসাইকেলে করে তেলিয়াপাড়ার দিকে আসতে ছিলেন। অপরদিকে তেলিয়াপাড়া থেকে চুনারুঘাটের দিকে যাওয়া পিকআপ এর সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলের সেকেন্ড সিটে বসা চুনারঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিন খাঁন শিপন নিহত হয় ও মোটরসাইকেল চালক চাঁন মিয়া আহত হয়।

আহত মোটরসাইকেল চালক চাঁন মিয়া কে আহত অবস্থায় চুনারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয় এবং নিহত আমির খাঁন শিপন এর মরদেহ ব্যারিস্টার সুমনের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আনন্দবাজার/শাহী/লিটন

সংবাদটি শেয়ার করুন