ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় শুকনো নদীতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের পিছনে এক শুকনো খালে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান।

সম্প্রতি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের পিছনে নদীকলমা নামক শুকনো নদীতে ছোট ছোট গর্তের পানিতে বুদ বুদ করতে দেখা যায় পরে সেখানে বালিয়া গ্রামের কয়েকজন ছেলে মিলে ২/৩ টি গর্ত করে লুহার পাইপের মাধ্যমে গ্যাস বের করে আগুন ধরানোর চেষ্টা করলে সেখানে থাকা গ্যাসের আগুন জ্বালিয়ে এলাকার লুকজন কে দেখায় ও সেখানে গ্যাসের অস্তিত্ব মেলে। পরে বিষয়টি জানাজানি হলে ভিড় করছেন উৎসুক জনতা এমন খবর শুনে রবিবার বেলা ১২ টার দিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ দেলোয়ার হোসেন এসআই সোহেল মাহমুদ সহ কয়েকজন কনস্টেবল ও পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান কে নিয়ে পরিদর্শন করতে যান।

বালিয়া গ্রামের শেমল সরকার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত ১০/১৫ দিন যাবত ছোট ছোট গর্তে বুদবুদ আকারে ধোঁয়া আকৃতির গ্যাস উঠতে দেখেন বিষয়টি নিয়ে সন্দেহ হলে সেখানে আগুন ধরিয়ে দিতেই আগুন জ্বলে ওঠে সেই থেকে গর্তে ভিতরে লোহার একটি সরু পাইপ বসিয়ে গ্যাসে আগুন দিয়ে জ্বালিয়ে রাখা হয়েছে।এদিকে গ্যাস ওঠার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন। আবার কেউ কেউ আগুন নিভিয়ে পুনরায় তা জ্বালিয়ে দেখছেন।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, লোকমুখে ঘটনাটি জানতে পেরে আমি ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ দেলোয়ার হোসেন সহ দেখতে গিয়েছিলাম।আমরা বাপেক্সের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমার দাবি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিবেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দেলোয়ার হোসেন বলেন আমি সেখানে গিয়ে ছিলাম পরিদর্শন করে এসেছি সার্বিক বিষয় ইউএনও মহোদয় কে জানিয়েছি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মুনতাসির হাসান বলেন গ্যাসের সন্ধান মিলেছে এমন খবর লোকমুখে শুনে আমি সরেজমিনে দেখার জন্য ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ দেলোয়ার হোসেন কে সেখানে পাঠিয়েছি তিনি পরিদর্শন করে এসেছেন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন