ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান

নওগাঁর আত্রাইয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। সেই সাথে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে মাস্ক না পরার অপরাধে চার জনের জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার সন্ধায় জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। সেইসাথে করোনার হাত থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক মাইকিং অব্যাহত রেখেছেন তিনি।

জানা যায়, করোনা মহামারি ভাইরাসে আক্রান্ত থেকে সচেতন করতে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, হাসপাতাল, বেইলি ব্রিজ, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং বিভিন্ন রাস্তার মোরে মোরে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান ইউএনও মো. ইকতেখারুল ইসলাম। এসময় মাস্ক না পরার অপরাধে কয়েকটি ঔষধ ও মুদির দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। সেইসাথে বাজারের মানুষ, বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রী ও চালকদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন। করোনার হাত থেকে বাঁচতে উপস্থিত সর্বসাধারনকে অযথা বাড়ীর বাহিরে বের না হতে অনুরোধ জানানো হয়। খাবারের হোটেল এবং চা স্টলে আসন সংখ্যা অর্ধেক সরিয়ে ফেলতে বলা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে নিরাপদ দুরুত্ব বজায় রেখে গোল বৃত্ত আঁকতে এবং মাস্ক ছারা কোন ক্রেতার নিকট পণ্য বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার বৃদ্ধি পেলেও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েই গেছে। যাদের মুখে মাস্ক নাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। আত্রাইয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন