ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় আরও দুই মামলা

সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় আরও দুই মামলা

হেফাজতে ইসলামের হরতালে নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপি ও যুবদলের অজ্ঞাত ২০০ নেতাকর্মীকে আসামি করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিপিএম-বার।

এর আগে ৬ মামলায় বিএনপি ও জামায়াতের ৩ হাজার জনকে আসামি করা হয়। তবে ৮টি মামলার কোনোটিতেই নাম নেই হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মীর। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে সব মামলা গুলোতে।

সোহেল আহমেদ ও হুমায়ুন আজাদ খান নামে দুজন ব্যক্তি বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ওসি মশিউর রহমান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারাদেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে।

আনন্দবাজার/শাহী/আহসান

সংবাদটি শেয়ার করুন