ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে পুলিশের আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে পুলিশের আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজির আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, পৌর সভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, ভ‚মি অফিস, সুর স¤্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে বিক্ষুব্ধদের হামলায় আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ অন্যন্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন।

তিনি এ সময় জানান, ব্রাহ্মণবাড়িয়াবাসী ভয় পাওয়ার কিছু নেই। দেশের সকল মানুষ তাদের সাথে আছে। যারাই এ ধরণের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, ব্রাহ্মনবাড়িয়ার ঘটনায় পুলিশের ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন