শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় অন্তত ২০ হাজার লোক আসামী

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় অন্তত ২০ হাজার লোক আসামী

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব ঘটনায় এখন পর্যন্ত ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে অন্তত ২০ হাজার জনকে। এর মধ্যে এজহারভুক্ত আসামী ১০৭ জন। তবে তাদের নাম জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেছে ২১ জনকে।

পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় ২টি এবং সরাইল থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামীদের মধ্যে সদর থানার পুলিশ ১৮ জনকে এবং আশুগঞ্জ থানার পুলিল ৩ জনকে আটক করেছে।

এদিকে, শুক্রবার জেলার সব কটি মসজিদ থেকে একযোগে মিছিল বের হবার কর্মসূচী দেয়ার শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি এক হাজার পুলিশ বিজিবি র‌্যাব, এপিবিএন মোতায়েন করা হচ্ছে। জেলার এসপি আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী/নয়ন

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও ৭ মামলা

সংবাদটি শেয়ার করুন