ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাণীশংকৈলে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দেশব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ১ এপ্রিল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়ক ও পৌর কাঁচা বাজারে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ জনকে সামান্য অর্থ জরিমানা করা হয়। এছাড়াও শতাধিক মাস্ক বিহীন গরীব পথচারীকে ইউএনও বিনামূল্য মাস্ক বিতরণ করেন।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এ সময় ইউএনও অফিসের পেশকার ইউনুস আলী, এস আই আহসান হাবিব, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

আনন্দবাজার/শাহী/কবির

সংবাদটি শেয়ার করুন